Sunday, 2 August 2009

গ্রীষ্মের পদাবলী ৭

এরকম একটা বন্ধুই চাইছি
ওরকম বন্ধু একটার বেশীও হতে পারে
এমনটা আমার বন্ধুদের অনেকেই বলে
যারা বলে তারাও আমার বন্ধু
কিন্তু ওরকম বন্ধু নয়
যেরকম চাই
এরকম
এই বৃষ্টি এই রোদের দুষ্টু দুষ্টু দিনে