Thursday, 25 December 2008

হোয়াইট ক্রিসমাস

তোমার চুলে আর ভুরুতে লেগেছিল
বরফের কুচি
চোখে ছিল ফাগুনের নরম আগুন
তার আঁচে নড়েচড়ে আমাদের
হিমযূগ জুড়ে
ভালোবাসাবাসি
কম্বলে-পুলোভারে-ওভারকোটে
আমাদের নরম নরম চুমুর ওম

Wednesday, 17 December 2008

থার্মোডিনামিক্স

আমাদের ওভারকোটগুলি
সেতুর গোড়ায় এসে
মুচড়ে মুচড়ে যায়
দুমড়ে চুষে খায়
হিম ডোবানো
তুষারকুচি
আমরা
গলতে
গলতে
জমতে
থাকি
সেতু
সাঁকো
সিড়ির ফাঁকে।