Wednesday, 17 December 2008

থার্মোডিনামিক্স

আমাদের ওভারকোটগুলি
সেতুর গোড়ায় এসে
মুচড়ে মুচড়ে যায়
দুমড়ে চুষে খায়
হিম ডোবানো
তুষারকুচি
আমরা
গলতে
গলতে
জমতে
থাকি
সেতু
সাঁকো
সিড়ির ফাঁকে।

No comments:

Post a Comment