Sunday, 6 September 2009

গ্রীষ্মের পদাবলী ৮

রোদের তেজ পড়ে যাচ্ছে
সেই সাথে তুমিও।
গ্রীষ্ম চলে গেলেই
নিভে যেতে হবে?
ফায়ারপ্লেসে একগাদা
লাকড়ি ঢুকালেই কি
মাঝখানে উলের দেয়াল ভুলে
ভেতরের সব তাপ
গাছ কাটা ভাঁপে
ভুলে থাকা যায়?

No comments:

Post a Comment