Wednesday, 11 November 2009

মন্তব্যসহ মুছে ফেলা পোস্টের ব্যাকআপ

ব্রা

চেপে ছিলে পিউবার্টির বছর

দিদা জোর করেনি খুব
শুধু বলেছিল
মেয়েদের সুন্দর হতে হয়
সুন্দর হতে গেলে
বুকে একজোড়া পিরামিড
ধরতেই হবে
এখন তোর বাড়ন্ত বয়স
তাই চেরির উপর
চাপিয়ে দিলাম নকল পিরামিড

যতই ইলাস্টিক হও
তুমি নকল পিরামিড -
গত সাতটি বছরে
আমার চামড়ায় চেপে
শুধু ফোস্কা ফেলেছো
কামড়ে বসেছো
আমার বুকে
জুন জুলাইয়ের দুপুর জুড়ে
উপহার দিয়েছ রাশি রাশি ঘামাচি

তোমাকে বিদায় আজ নকল পিরামিড
আমার বেড়ে ওঠা তোমাকে ছাড়িয়েছে বহুদিন
(এই দেখ দিদা
আমি
রোদে আর বাতাসে আরও কত সুন্দর হতে পারি)
তুমি চলে যাও হারিয়ে যাও
আমাদের বুকে আর
ইলাস্টিক শেকল হয়ো না।



সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:৩৫

এডিট করুন ড্রাফট করুন মুছে ফেলুন
১১৬ টি মন্তব্য
১১৮৬ বার পঠিত,

আপনি রেটিং দিতে পারবেন না
পোস্টটি ৩৪ জনের ভাল লেগেছে, ৩৪ জনের ভাল লাগেনি
এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন
এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন
আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন
আপনার নাম :
আপনার ই-মেইল
আপনার বন্ধুদের ইমেইল
মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন hi, i have been reading a wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/shaaque/29042049 , please visit the link and rate it if you like. :-)
নিজেকেও একটি কপি পাঠান

১. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:০৫
মুরুববী বলেছেন: দেশ আগাইয়া যায়গো
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৪
লেখক বলেছেন: সরি?
মুছে ফেলুন
২. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:০৬
হাসান মাহবুব বলেছেন: শিল্পিত প্রকাশ মাইনাস দেয়া থেকে বিরত রাখলো। ভালো হৈসে লেখাটা।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৫
লেখক বলেছেন: থ্যাঙ্কস
মুছে ফেলুন
৩. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:০৭
অমিত হাসান বলেছেন: ১৮+ ট্যাগ দেওয়া উচিত ছিল।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৫
লেখক বলেছেন: কেন?
মুছে ফেলুন
৪. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:১০
রাতমজুর বলেছেন: দিলখোশ!
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৫. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:১০
তুহিন২৭ বলেছেন: সুস্বাদু হইছে
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৬. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:১১
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: হাসান মাহবুব বলেছেন: শিল্পিত প্রকাশ মাইনাস দেয়া থেকে বিরত রাখলো। ভালো হৈসে লেখাটা। অন্তত আমার মত গালাগালি করা হয় নাই এইখানে। প্লাস।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৭. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:১৭
রানাকবির বলেছেন: ভাল লেখা!
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৮. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:১৯
ইমির বলেছেন: তোফা ।দিলাম +.........।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৯. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:২৩
আমড়া কাঠের ঢেকি বলেছেন: মুরুববী বলেছেন: দেশ আগাইয়া যায়গো
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১০. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:২৪
সিটিজি৪বিডি বলেছেন: দেশ অনেক উন্নতি করছে।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৫
লেখক বলেছেন: ?
মুছে ফেলুন
১১. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:২৪
'লেনিন' বলেছেন: শিল্পিত প্রকাশ সুতরাং +১৮+ ট্যাগ করারও যুক্তি পাচ্ছিনা তেমন।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১২. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:২৫
কষ্ট শিকারি বলেছেন: হজম করা কষ্টকর হয়ে গেল... ১৮+ লেখা উচিত ছিল...।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৩. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:২৫
ইষ্টিকুটুম বলেছেন: সাহসী উচ্চারণ!! তবে, কবিতার নামকরণ অন্য কিছু হলে বোধহয় সুন্দর হতো! বুঝা যাবে কি নিয়ে লেখা হয়েছে, কিন্তু নাম-টা থাকবে অন্য কিছু, এমন হলে সাহিত্যের নামকরণ ভালো হয়।আমার মন্তব্যে বিরক্ত হবেননা আশা করি। আমি নিজেও খুব ভালো লিখি না কিংবা, নামকরণ বেস্ট হয়না।ভালো থাকবেন।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৭
লেখক বলেছেন: কন্টেন্ট মতো নাম দিয়েছি। আমার মনে হয় সেখানে কম্প্রোমাইজের কিছু নেই। আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।
মুছে ফেলুন
১৪. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:২৫
বিপ্লব কান্তি বলেছেন: এগুলো কি রে ভাই !টাসকিত হইলাম , হায়রে মেয়ে নিক !
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৭
লেখক বলেছেন: ?
মুছে ফেলুন
১৫. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:২৭
বলাক০৪ বলেছেন: প্রথম প্রথম তো, সবারই হজম করতে সময় লাগবে। কিন্তু আপনার কথায় ডেফিনিটলি যুক্তি আছে। আপনি তো প্রচন্ড সাহসী, শায়লা!
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৭
লেখক বলেছেন: হি হি থ্যাঙ্কস
মুছে ফেলুন
১৬. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৩৫
আরিফুর রহমান বলেছেন: কোবতে ভালো হয়েছে...
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৭. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৩
সব যদি আজ বদলে যেত বলেছেন: মেয়ে নিকে কেনরে ভাই?এত সুন্দর কবিতা লিখলেন, আর নিজের আসল পরিচয় লিকায় রাখবেন, এটা ঠিক না।আমার জীবনে এই বিসয়ের উপর ১ম পাঠ্য কবিতা।+
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৮. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৪
সব যদি আজ বদলে যেত বলেছেন: লুকায় হবে আগের কমেন্টে
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১৯. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৮
ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন: ব্লগে মনে হয় মড়ারেটর নেই, চালিয়ে যান
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২০. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৫২
মানুষ বলেছেন: ঠিকাছে মধ্যবয়েসে এরকম আর একটা কোবতে লিখেন ব্রা'কে পুনরায় স্বাগতম জানিয়ে।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২১. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৭
তিতি আনা বলেছেন: ভোরের কুয়াশার টা বাড়াবাড়ি।কবিতা হিসেবে ভালো হয়নি। স্রেফ কতোগুলো কথাকে ছোটছোট লাইনে সাজিয়ে দিলেন। বক্তব্য খারাপ না, তবে সাইয়া নিক হইলে কিন্তু পোলাপাইনে চামড়া খুলবো।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৯
লেখক বলেছেন: সাইয়া নিক মানে কী?
মুছে ফেলুন
২২. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৯
এস বাসার বলেছেন: ভালো।ভোরের কুয়াশা...ফয়সাল দেখি ওয়ান ষ্টেপ ফরোয়ার্ড।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২৩. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:০৪
অন্যরকম বলেছেন: হাসান মাহবুব বলেছেন: শিল্পিত প্রকাশ মাইনাস দেয়া থেকে বিরত রাখলো। ভালো হৈসে লেখাটা। তবে একটু টাস্কি খাইছি! জটিল ও এইরকম একটা বিশ্লেষণ ধর্মী লেখা লিখছিলো!
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২৪. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:০৪
স্পাইডার বলেছেন: ভোরের ছাগল অফ যাকেউ কেউ দেখতাছি ১৮+ কইতাছে, ব্রাও তাইলে ১৮+ জিনিষ? কেমনে কি?
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২৫. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:০৪
ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন: তাদের কবিতা আসে, আমার ছবি আসে মনে
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২৬. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:০৫
অজানা আমি বলেছেন: +
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২৭. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:০৭
শাওন৩৫০৪ বলেছেন: ইন্টারেস্টিং...
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২৮. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:০৭
তিতি আনা বলেছেন: @ ভোরের কুয়াশামেয়েগুলা নিশ্চয় আপনার মুখে লাগিয়ে দেয় না, নাকি?অতি উৎসাহী হইলে চড় থাপ্পরের অভাব হয় না। মেয়েদের দেখলেই সুরসুরি লাগে, না?
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

২৯. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:২৪
মোঃমোজাম হক বলেছেন: ব্লগারদের সুরসুরি দেয়ার একি তরিকা!
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৩০. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:২৮
ডলুপূত্র বলেছেন: Click This Link
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৩১. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৫৩
সাধারণমানুষ বলেছেন: 18 + ট্যাগ দেয়া উচিত
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৩২. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৮
পাপী ০০৭ বলেছেন: ভালোই।অপ্রচলিত বলে হজমে একটু......শিরোনাম টা ঠিক হয় নি।পাল্টান।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৩৩. ০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৫২
শায়লা হক বলেছেন: বাংলা কবিতা পড়ছি এখন কিছু কিছু। ব্লগে কি কবিতা লেখা বা পড়ার চর্চা নেই?
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৩৪. ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১৩
কালপুরুষ বলেছেন: অনেকদিন পর তোমাকে ব্লগে দেখলাম। ফেসবুকে কবিতা পড়ে মজা পাইনা। এখানে পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করচি। শব্দগুলোকে খুব সযত্নে ঘামাচি পাউডারের মতো ব্যবহার করলে। প্রিকলি হিট বলেই হয়তো জ্বালাবিহীন উপসমে স্বস্তি পেলে। ভাললাগাটাই আসল।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১৭
লেখক বলেছেন: হি হি থ্যাংকস
মুছে ফেলুন
৩৫. ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৫৭
বৃত্তবন্দী বলেছেন: অনেকেরই লেখাটা নিতে সমস্যা হবে...আমার কাছে লেখাটা ভালো লেগেছে...
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৩৬. ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১১
মৃত৬৬৬ বলেছেন: মেয়েরা এটা কিজন্য পড়ে জানিনা। তাই কিজন্য রাগ করে খুলে ফেলবে তাও বুঝতে পারলাম না। প্রকাশভঙ্গীটা বেশ।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৩৭. ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১:২৯
এস.কে.ফয়সাল আলম বলেছেন: Click This Linkএই সাইটে বহু আগে জিনিসখানা পড়েছিলাম।মনে হয় ঐটা আপনারই সাইট।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১৭
লেখক বলেছেন: ধন্যবাদ। হ্যা ওটা আমারই
মুছে ফেলুন
৩৮. ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৪০
পথিক!!!!!!! বলেছেন: bah
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৩৯. ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৪৩
পথিক!!!!!!! বলেছেন: অতি অসাধারণ
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৪০. ০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৪৬
ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন: আপনার ব্লগের মন্তব্য দেখুন
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১২
লেখক বলেছেন: দেখেছি। জবাব দেবার রুচি নেই।
মুছে ফেলুন
৪১. ০৬ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:১৭
পুরাতন বলেছেন: কোবতের নামটা আরেকটু শৈল্পিক করে বন্ধনী দিতে পারেন
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৪২. ০৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩১
ভুরিদত্ত বলেছেন: ব্রা-ভো। সাহসী পরীক্ষার জন্যে সাবাশি দিলাম। কিন্তু কিস্যু হয়নি। সাহিত্যপদবাচ্য নয় একেবারেই। সিরিয়াসলি এই ধরণের লেখার ইচ্ছে থাকলে ovid স্টাডি করবেন। হনেস্ট চেষ্টার জন্যে পাঁচে এক।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৩
লেখক বলেছেন: ধন্যবাদ
মুছে ফেলুন
৪৩. ০৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪১
শায়লা হক বলেছেন: বিকৃতরুচির কমেন্টগুলি মুছে দেয়া হলো।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৪৪. ০৬ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৭
টংকেশ্বরী বলেছেন: হজম করতে সমস্যা হচ্ছে , কিন্তু কেন লেখা হবে না, তার কোন যুক্তি খুঁজে পেলাম না। কবিতা ভালোই লাগলো
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৪৫. ০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:০৪
পারভেজ বলেছেন: বিষয়ধর্মী বলে হয়তো ঠিক কবিতা হয়ে উঠতে পারেনি।লেখালেখি চালু থাক।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১৮
লেখক বলেছেন: ধন্যবাদ
মুছে ফেলুন
৪৬. ০৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:১৬
আরিফ থেকে আনা বলেছেন: ভুরিদত্ত বলেছেন: ব্রা-ভো।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৪৭. ০৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:১৮
কৌশিক বলেছেন: চোখ কচলাইতেছি...চোখে মনে হয় ভুল দেখতেছি
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৭
লেখক বলেছেন: ডু্ব দিয়ে আসেন
মুছে ফেলুন
৪৮. ০৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:২৪
বুলবুল আহমেদ পান্না বলেছেন: ভালো লাগলো
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৪৯. ০৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:০১
লাভলু জাফর সাদিক চৌধুরী বলেছেন: চালিয়ে নিন। খারাপ না। সাহিত্যে অশ্লীলতা বলতে কিছু নেই।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৫০. ০৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:০৭
নীরজন বলেছেন: লাভলু জাফর সাদিক চৌধুরী বলেছেন: চালিয়ে নিন। খারাপ না। সাহিত্যে অশ্লীলতা বলতে কিছু নেই। হয়তো আমি সাহিত্য বুঝি না.........তাই ভালো লাগে নাই.....
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৫১. ০৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:১২
এসরেজওয়ানা বলেছেন: লাভলু জাফর সাদিক চৌধুরী বলেছেন: সাহিত্যে অশ্লীলতা বলতে কিছু নেই।কে বলেছে? তাই যদি হতো তাহলে "লোলিতা" কে আদালত পর্যন্ত যেতে হতো না। সমরেশ বসুর প্রজাপতি নামক বইটাও ব্যন্ড হতো না। অবশ্য আপনি নিজে যদি এটা মনে করেন তাহলে আলাদা কথা।আমার পরিপাকতন্ত্র ভাল না, হজম হয় নি। হয়তো বা আমি প্রাচিনপন্থী।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৫২. ০৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৭
তিতি আনা বলেছেন: কবিতাটি আগেই পড়েছি...আপনার আগে কোলকাতার কবি "মিতুল দত্ত" তথাকথিত শ্লীলতার রোষানলে পড়েছিলেন। এখন উনি আর ব্লগেই আসেন না। কয়েকটা প্লাস বা মাইনাসে কিচ্ছু আসে যায় না, ওগুলোকে তিলক ভেবে নিন। পাঠকরা ঠিকই পড়বে।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৭
লেখক বলেছেন: ধন্যবাদ আপু। প্লাস মাইনাসে কিছু যায় আসে না।
মুছে ফেলুন
৫৩. ০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১২
লাভলু জাফর সাদিক চৌধুরী বলেছেন: নীরজন বলেছেন: লাভলু জাফর সাদিক চৌধুরী বলেছেন: চালিয়ে নিন। খারাপ না। সাহিত্যে অশ্লীলতা বলতে কিছু নেই। হয়তো আমি সাহিত্য বুঝি না.........তাই ভালো লাগে নাই....._____________এসরেজওয়ানা বলেছেন: কে বলেছে? তাই যদি হতো তাহলে "লোলিতা" কে আদালত পর্যন্ত যেতে হতো না। সমরেশ বসুর প্রজাপতি নামক বইটাও ব্যন্ড হতো না। অবশ্য আপনি নিজে যদি এটা মনে করেন তাহলে আলাদা কথা।আমার পরিপাকতন্ত্র ভাল না, হজম হয় নি। হয়তো বা আমি প্রাচিনপন্থী।_____________আপনি কি সুনীল গঙ্গোপাধ্যায়ের বই পড়েছেন কখনও??? সাহিত্যে লুকোচুরি নেই, শালীনতার একটা সীমা আছে হয়ত। সুনীল গঙ্গোপাধ্যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত। দেখাতে পারবেন তাঁর সে সব বই শ্রেষ্ঠ বইগুলির মধ্যে নেই??? "তবে এই কবিতার নাম নির্বাচনটা ভাল হয়নি।"শওকত ওসমান তাঁর কিংবদন্তি বই 'ক্রীতদাসের হাসি' তে লিখেছেন,কবি আবু ইসহাক খলিফা হারুনকে কবিতা শোনাচ্ছেনঃ"ইরানী মেয়ের সীনা ভালমিশরী মেয়ের উরুআরবী মেয়ের নাভির নীচেস্বর্গঠারে ভুরু।"
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৭
লেখক বলেছেন: আমি জানি এখানে কবিতার পাঠক আছে। সেই ভরসাতে লিখি।
মুছে ফেলুন
৫৪. ০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৩
প‌্যান্ট ঢিলা মাস্তান বলেছেন: সুন্দর কবিতা। প্লাস পরে দিমু।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৫৫. ০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৬
মুরুববী বলেছেন: খাইছে পাবলিকে দেখি মেলা কমেন্ট কইরা ফালাইছে...আপ্নের এই "ব্রা" ত দেখি হিট হইয়া গেল....তয় ব্রা ভাল হইছে প্লাস !
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৫৬. ০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৬
রাজর্ষী বলেছেন: আমার ভালো লাগসে।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৫৭. ০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪২
মামদোভুত বলেছেন: ব্রা না বেড়া? খুলসেন যহন তাইলে আমারে দিয়া দেন। গুলাই বানায়া মাইনসের বাড়ির কাঁচের জানলা ভাংগুম শেওড়া গাছে বৈয়া বৈয়াহু হা হা হা .............
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৬
লেখক বলেছেন: ?
মুছে ফেলুন
৫৮. ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৩
সরসী রায় বলেছেন: আপনার ফেইসবুকে আগেই পড়েছি। সেখানে তো সব বাঘা বাঘা কবিরা পিঠ চাপড়ে দিয়েছে। আর এখানে ৩০ টা মাইনাস!
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৫৯. ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৪
বিষুন বলেছেন: বিষয়টি হুবহু এক থেকে যদি আর একটু কবিতার কাছে যেত , কি যে ভাল লাগত । এমন বিষয় তো আমি নিজের অভিজ্ঞতায় কোন দিন লিখতে পারব না । আপনার মত মানুষদেরই লিখতে হবে এবং লিখতেই হবে ।আরো লিখুন । ভাল থাকুন ।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ২:০২
লেখক বলেছেন: কি করে কবিতা হবে সেটাই বুঝছি না
মুছে ফেলুন
৬০. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ২:১১
টিনটিন` বলেছেন: এত রসালো কবিতা? ভাবছি জাঙ্গিয়া নিয়ে একটা কবতে লিখবো।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ২:১২
লেখক বলেছেন: লেখেন
মুছে ফেলুন
৬১. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ২:১২
ভেবে ভেবে বলি বলেছেন: কবিতার কন্টেন্ট এবং ভাষা ভালো। নামটা বড্ড টিপিক্যাল হয়ে গেছে। + দেয়া হলো।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ২:১৭
লেখক বলেছেন: থ্যাঙ্কস
মুছে ফেলুন
৬২. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:৫০
বিষুন বলেছেন: লিখেছিলাম , যদি আর একটু কবিতার কাছে যেত...। আমি দুঃখিত , এভাবে লেখার অধিকার আমার নেই । ক্ষমা কোরবেন ।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:২৩
লেখক বলেছেন: সরি হবার কিছু নাই
মুছে ফেলুন
৬৩. ০৯ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:৩৬
সীমানা ছাড়িয়ে বলেছেন: খুবই আর্টিস্টিক কবিতা।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৭
লেখক বলেছেন: থ্যাঙ্কস
মুছে ফেলুন
৬৪. ০৯ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:৫২
বিডি আইডল বলেছেন: ভালোই তো...ব্লগ আরেক লাবন্য প্রভাকে পেল....চালিয়ে যান...
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৬
লেখক বলেছেন: লাবন্য প্রভা কে?
মুছে ফেলুন
৬৫. ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৬
মেঘ দূত বলেছেন: ভালো হৈসে লেখাটা।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫৩
লেখক বলেছেন: থ্যাঙ্কস্ আপনার প্রোফাইল পিকটাও দারুন
মুছে ফেলুন
৬৬. ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৩৭
আহমেদ দ্বীন পিন্টু বলেছেন: ৯২১ বার পঠিত ! সাংঘাতিক অবস্থা !
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৫
লেখক বলেছেন: হুম এখনো থাউজ্যান্ড হয় নাই
মুছে ফেলুন
৬৭. ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৪২
হেমায়েতপুরী বলেছেন: ইষ্টিকুটুম বলেছেন: সাহসী উচ্চারণ!!
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৬৮. ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৪৩
সবার প্রিয় বলেছেন: আসল নিকে আসুন, আর হিট বাড়ানি শিরোনাম।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৪
লেখক বলেছেন: ভার্চুয়াল ওয়র্ল্ডে সব নিকই আসল নিক।
মুছে ফেলুন
৬৯. ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৫০
সাগর ঢাকা বলেছেন: হাসান মাহবুব বলেছেন: শিল্পিত প্রকাশ মাইনাস দেয়া থেকে বিরত রাখলো। ভালো হৈসে লেখাটা। +
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৭০. ০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০৪
আমি ও আমরা বলেছেন: লিখাটা আমার ভালো লেগেছে, বিশেষ করে এর ফিনিশিংটা দারুন গতিময়।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১১
লেখক বলেছেন: ধন্যবাদ
মুছে ফেলুন
৭১. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৪৫
ব্রুটাস বলেছেন: ১০০
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৭২. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৫৩
ডট কম ০০৯ বলেছেন: মাইয়া নিক লেখলে সাহসী উচ্চারণ আর পুলা নিক লেখলে চটি ব্লগ সমাজের এটা ই অসংগতি।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৭৩. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৫৬
নিরীহ মানুষ বলেছেন: শব্দগুলোকে খুব সযত্নে ঘামাচি পাউডারের মতো ব্যবহার করলেন। প্রিকলি হিট বলেই হয়তো জ্বালাবিহীন উপসমে স্বস্তি পেলে। ভাললাগাটাই আসল।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৭৪. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:০৭
আমড়া কাঠের ঢেকি বলেছেন: ডট কম ০০৯ বলেছেন: মাইয়া নিক লেখলে সাহসী উচ্চারণ আর পুলা নিক লেখলে চটিব্লগ সমাজের এটা ই অসংগতি।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৭৫. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:১৪
আসিফবিডি৫৯ বলেছেন: যতই ইলাস্টিক হও তুমি নকল পিরামিড -গত সাতটি বছরেআমার চামড়ায় চেপে থেকেশুধু ফোস্কা ফেলেছোকামড়ে বসেছো আমারবুকে জুন জুলাইয়ের দুপুর জুড়েউপহার দিয়েছ রাশি রাশি ঘামাচিচমৎকার উপমা। সাহিত্যে অশ্লীলতা বলে কিছু নেই। তবে কিছ কিছু লেখা আছে যেগুলো ভালগারের পর্যায়ে পড়ে। সেগুলো নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু শরীর বৃত্তীয় নিয়ে কোন লেখাই যে অশ্লীল হবে এমন কোন কথা নেই। দেখতে হবে লেখাটি কতটুকু শিল্পোত্তীণ। নির্মলেন্দু গুনের এমন অনেক কবিতা আছে যেগুলো পড়তে গেলে অনেকেই অশ্লীল বলে ভ্রু কোঁচকাবেন। এই কবিতাটি শিল্পোত্তীর্ণ কিনা সে নিয়ে আলোচনা করবো না তবে বলবো পাঠ করে বেশ ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৭৬. ১০ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:২০
এরং অথবা আমি বলেছেন: বুঝলাম না অনেকেই লেখাটার মর্মটা বুঝতে পারলো না। স্তন সুডৌল করতে মেয়েদের নকল ইলাস্টকের প্রয়োজন হয়। এবং কি যে তার ব্যবহারিত ঝামেলা তার অনুরুপ আপনার লেখাটে ফুটে উঠেছে। এবং যখন মেয়েটির বয়সন্ধি হলো স্তন বড় হলো তখন আর কিছুর প্রয়োজন হলোনা। পরে আবার বুঝিয়ে লিখবো.............
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৭৭. ১০ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৮
জেরী বলেছেন: ডিসেম্বর,২০০৮(২) এর পরে নভেম্বর,২০০৯(১২) এত পোস্ট দিলেন? এই দীর্ঘ বিরতিতে বুঝি এসব রির্সাচ করেছিলেন? যাইহোক,বেশী প্রাচিনপন্থী মনোভাবের বলে সযত্নে মাইনাস দিলাম। তবে হ্যা, এটাও আশা করছি পরবর্তীতে আপনি নিশ্চয় মেয়েদের আরো কোন ব্যাক্তিগত ব্যাপারগুলো নিয়ে পোস্ট দিয়ে হিটের বন্যায় ভেসে যাবেন।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১০ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:১১
লেখক বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ
মুছে ফেলুন
৭৮. ১০ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০৩
আহমেদ রাকিব বলেছেন: কবিতার বক্তব্যের ব্যাপারে কিছু বলবো না। তবে নাম করনের কোনো সার্থকতা পাচ্ছি না। নামটা লেখার আরো গভীরে গিয়ে দিতে পারতেন। কবিতায় একটা বক্তব্য আছে। একটা আকাঙ্ক্ষা আছে। সেটার সাথে নামটা বড্ড বেমানান লাগছে। আমাদের বুকে আরইলাস্টিক শেকল হয়ো না। এই দুই লাইন দিয়ে একটা মেয়ের অনেক কিছু বলার আছে। অথচ কবিতার নাম কিন্ত সেই কথাগুলোকে পুরোই আড়াল করে দিল। কবিতার নামটা পছন্দ হলো না।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৭৯. ১০ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১০
চন্দন বলেছেন: হুম.....
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৮০. ১০ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৭
নীরজন বলেছেন: জেরীবু...............একমত..........
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

৮১. ১০ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫০
আইরিন সুলতানা বলেছেন: আপনার কবিতাটা পড়েছি, মন্তব্যগুলোও পড়েছি মাঝে মাঝে এসে। যে কোন ব্যাপারেই সব সময় গ্রহণযোগ্যতা আর অগ্রহণযোগ্যতা একেবারে মুখোমুখি অবস্থান করে। এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। প্লাস এবং মাইনাসের সংখ্যা তাই বলে। তবে এই দুটি চিন্হ এতোটাও গুরুত্বপূর্ণ নয় সবক্ষেত্রে। আবার হেলাফেলা করার মতও নয়। এই কবিতায় মূল বিষয়টিকে দূর্দান্ত কাব্যিক, শৈল্পিক না হলেও রেখে-ঢেকেই উপস্থাপন করেছেন। তবে শিরোনামের নিরিখে কবিতা অতোটা বলিষ্ঠ নয়। কিংবা এতো তাৎপর্যপূর্ণও নয় কবিতার ভেতরের উপস্থাপনা। যদিও কবি যে কোন বিষয় নিয়েই কবিতা লেখার অধিকার রাখেন। সব কবিতাই যে গুরুগম্ভীর, তাৎপর্যময় হবে এমন কথা নেই। আমার একেবারেই নিজস্ব মত হলো, শিরোনাম দেয়ার সময় খুব easy click বা catchy বা 'পাবলিক খায়' এমন একটা শব্দকে বেছে নেয়া হয়েছে। এই কবিতার বর্তমান শিরোনাম যা আছে তা না হয়ে অন্য কিছু হলে কবিতাটা মনে হয় অনেকের কাছেই অনেক সাদামাটা লাগতো। এই কবিতার নাম যদি 'পিরামিড' -ও হতো তাহলেও হয়ত আপত্তিগুলো থাকতোনা। মোদ্দা কথা, কবিতার শিরোনামটা কবিতাকে বড় বেশী ছাপিয়ে গেছে, আরো স্পষ্ট করে বলতে গেলে বলা যায় , শিরোনামটি কবিতাটিকে খেয়ে ফেলেছে।কবিতাটি অশ্লীল নয়, শিরোনামটিকেও সরাসরি অশ্লীল বলবোনা। যেমনটি অনেকেই বলেছেন, অনেক বিখ্যাত কবি খুব শৈল্পীকভাবেই অনেক শব্দকে ব্যবহার করেছেন, যা এমনিতে শুনতে অশ্লীলই লাগে। মানে শুধুমাত্র ব্যবহারের কৌশলেই শব্দের শ্লিলতা, অশ্লিলতা প্রকাশ পাচ্ছে। এরকম 'বোল্ড' কিছু লিখলে (মূল লেখাটা ততটা বোল্ড নয়, যতটা শিরোনামটিকে মনে হচ্ছে) লেখকের এটা আগেই বুঝে নেয়া উচিৎ, সব পাঠকেরা একে সাদরে গ্রহণ করবেনা। তাই পাঠকের মতামত প্রকাশের সময় লেখকেরও তাতে অংশগ্রহণ করা উচিৎ। কবির নিজস্ব দৃষ্টিভঙ্গিটিকে তুলে ধরা উচিৎ। সেটা মনে হয় আমি এই পোস্টের লেখকের তরফ থেকে বিভিন্ন মন্তব্যের প্রত্ত্যুত্তরে তেমনভাবে পাইনি। যা সাধারণ পাঠক হিসেবে আমাকে খানিকটা হতাশ করেছে। অবশ্য লেখক যদি মনে করে, তিনি লিখেই খালাস, এখন পাঠকের দ্বায়িত্ব যে ভাবে খুশী সেভাবে গ্রহণ করার, তাহলে ভিন্ন কথা।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১০ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:১০
লেখক বলেছেন: আপনার কমেন্টের জবাব দিতে লগইন করলাম। এরকম লম্বা একটা কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমার নিজের কাছে হেডিং আর কন্টেন্টকে কনফ্লিক্টিং মনে হচ্ছে না। হেডিঙে কোন কোন পাঠকের সুরসুরি লেগেছে হয়তো। সেটা যেসব পাঠকের সুড়সুড়ি লেগেছে তাদের সমস্যা। তাতে কবির কী? কবিতা লিখবার সময় কি পাঠকের কথা মাথায় রেখে লেখা হয় না লেখা যায়? অ্যাজ ফার অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড, কবিতা গল্প এইসব জায়গায় লেখক একতরফা স্বাধীনতা ভোগ করেন। স্বাধীনতাটুকু ভোগ করতে না পারলে কোন আর্ট ওয়র্কে লেখকের যতটুকু মেধা দেওয়া সম্ভব ততটুকু আর দেওয়া হয় না। আর্ট ভালো না খারাপ সেটা আলাদা কথা। আমি যা লিখেছি সেগুলি হয়তো কিছুই হয় নি। হয়তো কোন দিন হবেও না। কিন্তু আমি যখন লিখতে বসছি তখন একটা শিল্পকর্ম তৈরি করার মন নিয়েই বসছি। অ্যান্ড দেয়ার আই এনজয় অ্যান এটেরনাল ফ্রিডম। কথাটা ঘুরিয়ে বললে ঐ ফ্রিডমটুকু ভোগ করার জন্যই লিখি। সবরকম পাঠকের ভালো লাগাতে কেউ লিখেন বলে শুনিনি। ইংরেজী আর বাংলা দুটিভাষা জানি। এর কোথাও এরকম লেখক আছে কি না বলতে পারবো না। তাই যা লিখলাম সেটা কারো ভালো লাগবে কারো ফালতু লাগবে এরকমটাই স্বাভাবিক। কথাগুলি একটু রুড হয়ে গেল। আমি আসলে এরকম না। আমি খুবই নাইস
মুছে ফেলুন
৮২. ১০ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৭
ব্যাপারনা বলেছেন: আমাদের বুকে আরইলাস্টিক শেকল হয়ো না। : কার্যক্ষেত্রে কি প্রয়োগ করেছেন ।এটার প্রচলনের পিছনে আমার ধারনা পুরুষদের আকর্ষন করাটা অন্যতম কারন(আরো কারন ও আছে)। সে কারনটা যতদিন দূর হবেনা তত দিন বাদ দেয়ার প্রশ্নই উঠেনা।
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১০ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:১২
লেখক বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ
মুছে ফেলুন
৮৩. ১০ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:১৭
রাতমজুর বলেছেন: এই কোবতে যদি আমি পুষ্টাইতাম "চাপিয়ে দিলাম" এর বদলে "চাপিয়ে দিলে" লিখ্যা, মাইর খাইয়া ভুত হৈতাম, সিরিয়াস!বাট এইখানে দেখি উল্ডা হৈল!
জবাব দিনমুছে ফেলুন ব্লক করুন

আপনার জবাবটি লিখুন ভার্চুয়াল কি বোর্ড
--> English-->
setUnijoyAsDefaultLayout();

১০ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:২১
লেখক বলেছেন: মে বি ...থ্যাঙ্কস ফর দ্য কমেন্ট এনি ওয়ে
মুছে ফেলুন

1 comment:

  1. মেঘ বালিকা

    মেঘ বালিকা
    নাম তো তোমার মেঘ মালা
    জানি ঘুমের মধ্যে তুমি ঘুমাওনি
    তাই তো বলি চুপি চুপি শুনি
    রাত্রির কাছে শুনি কান পেতে রাখি।

    মেঘ বালিকা
    নাম তো তোমার মেঘ মালা
    তোমার শাড়ির আবডালে মায়াজালের মশারি
    জ্যোস্নার আলোয় ছাওয়া শুভ্র বিছানা
    একটু একটু করে শরীরটা খোলা জানালা।

    মেঘ বালিকা
    নাম তো তোমার মেঘ মালা
    একবার দু'চোখ খুলে দেখ মুখোমুখি নিঃচুপ
    খোলা বুক খোলা বুতাম ব্রার হুক
    শাড়ির পাড়ে ব্লাউজের নীচে কিছু মলিন নগ্নতা।

    মেঘ বালিকা
    নাম তো তোমার মেঘ মালা
    অন্ধকারে উতাল পাতাল সর্বস্ব অগ্নিস্ফুলিঙ্গ খোলা
    গা-গতর জ্বলে পুড়ে শরীরের আনাচে কানাচে কী যে করে
    চুলের অরণ্যে দশ দিগন্ত হেলে দুলে চলে আর মরে।

    ReplyDelete