চেপে ছিলে পিউবার্টির বছর
দিদা জোর করেনি খুব
শুধু বলেছিল
মেয়েদের সুন্দর হতে হয়
সুন্দর হতে গেলে
বুকে একজোড়া পিরামিড
ধরতেই হবে
এখন তোর বাড়ন্ত বয়স
তাই চেরির উপর
চাপিয়ে দিলাম নকল পিরামিড
যতই ইলাস্টিক হও তুমি নকল পিরামিড -
গত সাতটি বছরে
আমার চামড়ায় চেপে থেকে
শুধু ফোস্কা ফেলেছো
কামড়ে বসেছো আমার
বুকে জুন জুলাইয়ের দুপুর জুড়ে
উপহার দিয়েছ রাশি রাশি ঘামাচি
তোমাকে বিদায় আজ নকল পিরামিড
আমার বেড়ে ওঠা তোমাকে ছাড়িয়েছে বহুদিন
(এই দেখ দিদা
আমি
রোদে আর বাতাসে আরও কত সুন্দর হতে পারি)
তুমি চলে যাও হারিয়ে যাও
আমাদের বুকে আর
ইলাস্টিক শেকল হয়ো না।
The Fascist Frenzy of Pierre Poilievre
2 years ago
tomar piramid e ami odhisto hote chai. Doi hate doi piramid :-)
ReplyDeleteশুধু কী বুকের ওপর পিরামিড নিয়ে কবিতা লিথলেই হবে? নাভির নীচের গিরিখাদ নিয়েও লিখতে হবে ।
ReplyDeleteএকেই বোধহয় মেইল শভিনিজম বলে
ReplyDeleteনোংরা মন্তব্যগুলো মুছে ফেলার কী কোন অপশন নেই? সম্ভব হলে মুছে দাও। এরা সাহিত্য না খুঁজে অন্য কিছু খুঁজতে চায়। মানুষের রুচির বহর দেখে বলার মতো কিছু খুঁজে পাচ্ছিনা।
ReplyDeleteওরে আমার সাহিত্য বুজনেওয়ালা......।।হি...হি
ReplyDeletetui ekta naughty magi
ReplyDeleteওরে কাল্-পুরুষ মাদারচোদ, ১ খান কি মাগি ব্রা নিয়া কবিতা লিখছে আর তোমার সাহিত্য পুটকি দিয়া বাইর হইতাছে...।
ReplyDeletekhanki magi kobita na likhe tor bra pora pict dile valo hoto
ReplyDeleteI agree with harunur. oitaito valo hoto. r masud vai ja bolsen. nice. girikhad ar poem chai. oita cholbo valo. na parle lekha dimu. nijer name chapaiben.
ReplyDeleteকঠীন একটা কবিতা। তোমার সাহিত্য চিন্তা খুবই অমায়িক। এটাকে ধরে রাখ।
ReplyDeleteমানুষ এত বাজে মনের হতে পারে? নিশ্চয় কবি তুই অমানুষ। মানুষ হ মরার আগে...
ReplyDeleteছি ছি ছি চরিত্র এত খারাপ !!!!!
ReplyDeleteহায়রে বিনোদন...
ReplyDelete