Sunday, 21 June 2009

এই কিছুদিন

বলার কিছু
পাচ্ছি না
এই যন্ত্রণাটা
জ্বালিয়ে মারে
এই কিছুদিন

করার কিছু
মনের মতো
অন্তত নেই
মনের মতো
করতে কিছু
দিন গুনেছি
প্রতিটা দিন
সকাল বিকাল
রাত-দুপুরে
এই কিছুদিন

পড়ার মতো
কবিতারা
পালিয়ে গেছে
দল বেঁধে সব
পালাতে চায়
হরিণ শিশু
বিড়াল হয়ে
উড়াল দিয়ে
পৃষ্ঠা পৃষ্ঠা
কবিতারা
পালিয়ে গেছে
এই কিছুদিন।

Friday, 19 June 2009

গ্রীষ্মের পদাবলী ৬

সৈকতে গড়াগড়ি খাচ্ছিলাম
রোদ আর বালু
ভালোবাসছিল আমাকে
দুষ্টছেলেরা সমুদ্র ফেলে
আদেখলার মতো
আমাকে চোখ দিয়ে খাচ্ছিল
আমি হাসিমুখে
ওদের সামনে গিয়ে দাড়ালাম
বললাম
সার্ফিঙে যাবে?
ওরা কিসের ভয়ে যেন
দৌড়ে পালিয়ে গেল!

Wednesday, 17 June 2009

ব্রা

চেপে ছিলে পিউবার্টির বছর
দিদা জোর করেনি খুব
শুধু বলেছিল
মেয়েদের সুন্দর হতে হয়
সুন্দর হতে গেলে
বুকে একজোড়া পিরামিড
ধরতেই হবে
এখন তোর বাড়ন্ত বয়স
তাই চেরির উপর
চাপিয়ে দিলাম নকল পিরামিড

যতই ইলাস্টিক হও তুমি নকল পিরামিড -
গত সাতটি বছরে
আমার চামড়ায় চেপে থেকে
শুধু ফোস্কা ফেলেছো
কামড়ে বসেছো আমার
বুকে জুন জুলাইয়ের দুপুর জুড়ে
উপহার দিয়েছ রাশি রাশি ঘামাচি

তোমাকে বিদায় আজ নকল পিরামিড
আমার বেড়ে ওঠা তোমাকে ছাড়িয়েছে বহুদিন
(এই দেখ দিদা
আমি
রোদে আর বাতাসে আরও কত সুন্দর হতে পারি)
তুমি চলে যাও হারিয়ে যাও
আমাদের বুকে আর
ইলাস্টিক শেকল হয়ো না।

Monday, 15 June 2009

গ্রীষ্মের পদাবলী ৫

শহরের মধ্যখানে
বিরাট ফোয়রাটিতে
খুব করে ভিজেছিলাম
সেদিন
খুব গরমে পড়েছিলাম
সুতোয় বোনা
জামা আর শর্টস,
মা খুব বকেছিল
আমি নাকি
রাস্তাঘাটে
সবকিছু
দেখিয়ে বেড়াই,
বোকা হয়ে বলেছিলাম
কী দেখালাম?
কী দেখিয়ে বেড়াই?
মা বলেছে
তুই একটা মেয়ে
বুঝিস না?
আমি বলেছি
কী বুঝবো?
মা কেঁদেছে
দু:খে নয় অভিমানে
অভিমানের কান্না আমি
ক'বছরে খুব চিনেছি।

Sunday, 14 June 2009

গ্রীষ্মের পদাবলী ৪

আবার ফ্লোরিডায় যাবো
দুবছর আগে মা বলেছিল
একা একা সৈকতে যেও না
তোমার এখনো চুমু খাবার বয়স হয়নি
আমি বলেছিলাম কী হয় একা গেলে?
একা গেলেই চুমু খেতে হবে কেন?
আর খেলেই বা ক্ষতি কী?
চুমুই তো খাবো কাউকে
আর সে আমায়
কামড়ে তো আর দেবে না !

Saturday, 13 June 2009

গ্রীষ্মের পদাবলী ৩

আরো বোকা বোকা
দুষ্টছেলেদের সাথে
ফুসুরফুসুর করে
কী এতো ভাবো?
চোরের মতো তাকাও কেন?
সোজাসুজি চোখ মেলতে পারো না?
আমি কি বলেছি,
আমাকে দেখো না?
আর বললেই তুমি শুনবে কেন?

Friday, 12 June 2009

গ্রীষ্মের পদাবলী ২

সেদিন সাঁতারের পরে
আমার পিছু পিছু এসে
ড্রেসিংরুমের দরজায় থেমে গেলে
হায়রে দুষ্টছেলে
এরকম ফ্যান্টাসির দিন ফুরিয়ে এলো
এখনো মুখচেপে থাকো যদি
আরো একটা শীত এসে
লেপমুড়ি দেবে তোমার মাথায়
পুল থেকে উঠতেই অন্যকেউ
হয়তো আমার হাত ধরে
তোমাকে ছেলেদের ড্রেসিংরুম দেখাবে

Thursday, 11 June 2009

গ্রীষ্মের পদাবলী ১

আমি জানি দুষ্টছেলে
তোমার চোখ
আমার মসৃন পায়ে
এবং
ঘামে ভেজা মসৃন
টি-শার্টের কোথায়
গ্রীষ্ম আমাকে
তোমার চোখের মাপে
বানিয়েছে
এমনটা ভাবতেই
ভালোবাসি