Friday, 12 June 2009

গ্রীষ্মের পদাবলী ২

সেদিন সাঁতারের পরে
আমার পিছু পিছু এসে
ড্রেসিংরুমের দরজায় থেমে গেলে
হায়রে দুষ্টছেলে
এরকম ফ্যান্টাসির দিন ফুরিয়ে এলো
এখনো মুখচেপে থাকো যদি
আরো একটা শীত এসে
লেপমুড়ি দেবে তোমার মাথায়
পুল থেকে উঠতেই অন্যকেউ
হয়তো আমার হাত ধরে
তোমাকে ছেলেদের ড্রেসিংরুম দেখাবে

1 comment:

  1. এই মেয়ে

    এই মেয়ে শোন!
    শুধু তোমাকেই বলি শোন
    মেঘ করেছে মেঘলা আকাশ
    নীলের ধোয়া জলের ছোঁয়া
    হাত বাড়ালে জানালা ফাঁকা
    একটু ছুঁলে নরম আকাশ
    ছুঁয়ে দাও বৃষ্টির ফোঁটা।

    এই তো!
    একটু ঠোঁট বাড়াও
    ছুঁয়ে দেই নিলিমার নীল জলপ্রোপাত।

    এই যা!
    ছুঁইয়ে দেই বুকের কায়া
    শব্ধ শরীর নরম সঙ্গম
    মানবীর শরীর পিচ্ছিল আঙ্গুলের ছোঁয়া।

    ReplyDelete