Monday, 15 June 2009

গ্রীষ্মের পদাবলী ৫

শহরের মধ্যখানে
বিরাট ফোয়রাটিতে
খুব করে ভিজেছিলাম
সেদিন
খুব গরমে পড়েছিলাম
সুতোয় বোনা
জামা আর শর্টস,
মা খুব বকেছিল
আমি নাকি
রাস্তাঘাটে
সবকিছু
দেখিয়ে বেড়াই,
বোকা হয়ে বলেছিলাম
কী দেখালাম?
কী দেখিয়ে বেড়াই?
মা বলেছে
তুই একটা মেয়ে
বুঝিস না?
আমি বলেছি
কী বুঝবো?
মা কেঁদেছে
দু:খে নয় অভিমানে
অভিমানের কান্না আমি
ক'বছরে খুব চিনেছি।

2 comments:

  1. এলো মেলো চুল

    এলো মেলো চুলে দখিনা হাওয়া
    জেগে ওঠে বেদনার ঘুমন্ত বেলা।
    অকারণে বিরহের মন জ্বালা
    হাসি মুখে প্রলাপ বকে সাজেরও বেলা।

    ReplyDelete