বলার কিছু
পাচ্ছি না
এই যন্ত্রণাটা
জ্বালিয়ে মারে
এই কিছুদিন
করার কিছু
মনের মতো
অন্তত নেই
মনের মতো
করতে কিছু
দিন গুনেছি
প্রতিটা দিন
সকাল বিকাল
রাত-দুপুরে
এই কিছুদিন
পড়ার মতো
কবিতারা
পালিয়ে গেছে
দল বেঁধে সব
পালাতে চায়
হরিণ শিশু
বিড়াল হয়ে
উড়াল দিয়ে
পৃষ্ঠা পৃষ্ঠা
কবিতারা
পালিয়ে গেছে
এই কিছুদিন।
The Fascist Frenzy of Pierre Poilievre
2 years ago
I am not a poet. I wish I had tried in my younger days.Now I have lots of powerful visions but they in prose. Only few understands but would not act emotionally and passionately.Poets and musicians are magicians for emotion. Emotions are our highest logic.
ReplyDeleteKamal
বাংলা ব্রগগুলো এখনো বাঁচিয়ে রেখেছে বাংলা কবিতা....ধের্য হারালে চলবে কেনো?????
ReplyDeleteরুশদ
thnx a lot for da comments
ReplyDeleteআর কতটুকু বালিকা
ReplyDeleteকতটুকু চেয়েছিলে বালিকা!
কিছুটা সংকোচ খানিকটা ভালোবাসার সু-ইঙ্গিত
দরজাগুলি বন্ধ থাক জানালাগুলি খোলা থাক
কিছুটা অন্ধকার পর্দাটা খোলা থাকুক।
কতটুকু চেয়েছিলে বালিকা!
আয়নার সামনে বুকের কাপড় আলগা করে
নিজের শরীর নিজে খুঁটে খুঁটে দেখা
মনের বেদনাটা জ্বলে উঠুক সর্বস্ব খোলা থাকুক।
কতটুকু চেয়েছিলে বালিকা!
উতাল পাতাল শাড়ির ভাঁজে ফোলা চেড়া বুক
বুকের পাঁজরে নড়েচড়ে সুখে থাক
কোন পুরূষ আমার দিকে চেয়ে থাকুক।
কতটুকু চেয়েছিলে বালিকা!
তোমার ভেতরে তুমি আমি কী তোমাকে চিনি
একজন সুপুরূষ ঝর্ণার জলে পাষাণ হৃদয়ে
আমাকে লুণ্ঠিত হবার আহবান করুক।