Saturday, 13 June 2009

গ্রীষ্মের পদাবলী ৩

আরো বোকা বোকা
দুষ্টছেলেদের সাথে
ফুসুরফুসুর করে
কী এতো ভাবো?
চোরের মতো তাকাও কেন?
সোজাসুজি চোখ মেলতে পারো না?
আমি কি বলেছি,
আমাকে দেখো না?
আর বললেই তুমি শুনবে কেন?

1 comment:

  1. কোথাও কেউ নেই

    কোথাও যাচ্ছ বুঝি?
    -যাচ্ছি না তো ভালোবাসা খুঁজছি বুঝোছ।
    কেনইবা কীবা কারণ?
    -এটা এতটাই কষ্ট
    সে তুমি বুঝবে না।
    জেদ করেছ ভালোবাসার কাছে যাবে?
    -যাব তুমি আমাকে নিয়ে যাবে।
    জিজ্ঞাসা করে দেখি বেলা এখনও শেষ হয়নি?
    -উহু বুঝিছি তুমি দেখছি ভিষণ একা
    জলজেন্ত বোকাসোকা পয়লা নম্বার ধোকা।
    একা না ধুততুরি ছাঁই - মিলে না আর?
    -দেখ মেঘ করেছে এখনি নামবে বৃষ্টি
    এসো ভালোবাসা আলগা করে বৃষ্টিতে স্নান করি।
    এতে কী তোমার পোষাবে?
    -গাঁ গতর ভেজে ভালোবাসা মুছে যাবে।
    তবুও তো কী ভালোবাসা শুদ্ধ হবে?
    -তুমি যখন বলছ স্নান করেই দেখি
    দেখ মেঘের কণায় ভেজে শরীর।
    চোখের কোনে এখন ঘুম ঘুম ভাব বুঝি?
    -শীতল মন শীতল শরীর
    তাই তো তোমার কাছে ভালোবাসা গল্প করি।
    ভালোবাসা নাগাল পেয়েছ বুঝি?
    -ওই সেখানে তার ভালোবাসার ভিষণ সংকট
    তাই এখন ভালোবাসা থাকে ওই আকাশে।

    ReplyDelete