Sunday, 14 June 2009

গ্রীষ্মের পদাবলী ৪

আবার ফ্লোরিডায় যাবো
দুবছর আগে মা বলেছিল
একা একা সৈকতে যেও না
তোমার এখনো চুমু খাবার বয়স হয়নি
আমি বলেছিলাম কী হয় একা গেলে?
একা গেলেই চুমু খেতে হবে কেন?
আর খেলেই বা ক্ষতি কী?
চুমুই তো খাবো কাউকে
আর সে আমায়
কামড়ে তো আর দেবে না !

1 comment:

  1. বালিকা বধূ

    বালিকা বধূ
    খোঁপা খসে দোলে চুল
    মধু বনে বধূ সনে।

    ReplyDelete