Thursday, 11 June 2009

গ্রীষ্মের পদাবলী ১

আমি জানি দুষ্টছেলে
তোমার চোখ
আমার মসৃন পায়ে
এবং
ঘামে ভেজা মসৃন
টি-শার্টের কোথায়
গ্রীষ্ম আমাকে
তোমার চোখের মাপে
বানিয়েছে
এমনটা ভাবতেই
ভালোবাসি

1 comment:

  1. বালিকা

    বালিকা
    ঘুমাওনি এখনও
    বাহিরে দেখ
    গুড়ি গুড়ি বৃষ্টি মেঘলা আকাশ
    ব্যালকুনিতে নেই কেন তোমার অবস্থান।

    বালিকা
    চিন্তার সাগরে হাবু ডুবু খাচ্ছ বুঝি
    চিন্তার আছে কি কোন শেষ সীমানা
    ভাব আরো বেশি করে ভাবতে থাক
    দেখ পাও কী না কোন কুল কিনারা।

    বালিকা
    কি কথা ভাবছ আমাকে বলতে পার?
    হা হা হা বলবে না
    লজ্জা পেয়েছ বুঝি?
    লাজ-লজ্জা সব ছাড়
    তোমাকে বলি শোন
    তুমি তো এখন আর ছোট নয়
    যা কিছু ভাব করতে পার
    এটা তো ঠিক।

    বালিকা
    চোখের পাঁপড়ি খোল
    মনের দরজা আলগা করো
    যাকে ভালোলাগে তার দিকে হাত বাড়াও
    ভালোবাসা দাও তাকে উজার করে
    ঠিক যতটুকু ভালোবাসা দেবে তাকে
    ঠিক ততটুকু ভালোবাসা পাবে তার কাছে।

    বালিকা
    হা হা হা হা হা
    মন খারাপ করে দিলাম বুঝি
    একটুও কি ভালো লাগে নি
    তোমার চিন্তার ভাবনাকে
    মারতে পারনি এখনও।

    বালিকা
    তোমার ঘরের দরজা খোলা
    তোমার ঘরের জানালা খোলা
    তোমার ঘরের পর্দাটা আড়াল করে রাখা
    তুমি দেখি এখনও অনেক ছোট।

    ReplyDelete